
গাজী ইসমাইল ভাঁওয়ারী, নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস সম্পাদক কে এম ইমরান হুসাইন বলেন, ১৯২১ সালে স্যার সলিমুল্লাহর দানকৃত জমিতে ইসলামী তাহজীব তামাদ্দুন এবং মুসলিম সংস্কৃতিকে টিকিয়ে রাখার নিমিত্তে ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করেছিলো। প্রতিষ্ঠার শত বছর পর এসে একদল ইসলাম বিদ্ধেষী পরিকল্পিতভাবে ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মুঁছে ফেলতে চাচ্ছে।
তারই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান আমাদের এক বোনকে হিজাব পরিধান করায় ভাইভা বোর্ড থেকে বের করে দিয়েছেন। অভিযোগ জানানো হলে সেই শিক্ষার্থীকে উগ্রবাদী ট্যাগ দিয়ে হিজাবি ও নিকাবি মেয়েরা যারা পর্দা করতে চান, তারা কেন বিশ্ববিদ্যালয়ে আসবে বলেও মন্তব্য করেন। তিনি বলেন, কিছুদিন পূর্বে বাংলা বিভাগের পক্ষ থেকে দেয়া একটি নোটিশ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত নোটিশে পরিচয় শনাক্তকরণ প্রক্রিয়ার অজুহাতে সব ধরণের পরীক্ষা ও ক্লাসে বিভাগের সকল শিক্ষার্থীকে কানসহ মুখমণ্ডল দৃশ্যমান রাখার কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। এই নোটিশের ফলে বিভাগের প্রাক্টিসিং মুসলিম নারী শিক্ষার্থীদের ক্যারিয়ার হুমকির মুখে পড়েছে। নোটিশের মাধ্যমে তাদের ধর্মীয় ও সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে বলে আমরা মনে করি। মুসলিম হিসেবে আমরা এই ঘটনায় মারাত্মকভাবে ব্যথিত হয়েছি। অচিরেই এই ঘটনার সুষ্ঠ তদন্ত করে কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানান। অন্যথায় ছাত্র মজলিস সাধারণ ছাত্রদেরকে সাথে নিয়ে হিজাবের অধিকার আদায়ের আন্দোলনে কঠোর কর্মসুচি দিতে বাধ্য হবে।
আজ ৩১ আগস্ট ২৩, বৃহস্পতিবার, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত এসএসসি, দাখিল ও সমমান পরিক্ষায় এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরিউক্ত কথাগুলো বলেন। শাখা সভাপতি আবদুর রহমান এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস কুমিল্লা মহানগরী শাখার সভাপতি সৈয়দ আবদুল কাদের জামাল। শাখা সেক্রেটারি ইকরামুল হক এর পরিচালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কুমিল্লা জেলা শাখার সাবেক সভাপতি মাও: ইলিয়াস বিন হাসেম,মো: ওবায়েদ উল্লাহ খান, হাফেজ মাওলানা আনিসুর রহমান, মাওলানা সরওয়ারুল আলম, আবদুল্লাহ আল মামুন, নাঈমুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.