ওমর ফারুক

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি:

ফুলবাড়িতে স্থানীয় পর্যায় জীবাশ্ম জ্বালানি কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, ব্যবহার বৃদ্ধি ও গ্রীন উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৩১ আগস্ট সকাল ১০ ঘটিকায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অফিসার্স ক্লাবে একটি ভিষ্টা কুড়িগ্রামের এর আয়োজনে উদয়াঙ্কুর সেবা সংস্থার(ইউএসএ) ও একশন এইট বাংলাদেশ এর সহযোগিতায় স্থানীয় পর্যায় জীবাশ্ম জ্বালানি কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, ব্যবহার বৃদ্ধি ও গ্রীন উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার সকল স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গুলোকে সম্পৃক্ত করার লক্ষ্যে একটি নেটওয়ার্ক গঠন ও এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত এডভোকেসি সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন, শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম সোহেল।

বিশ্বজিৎ রায়ের সঞ্চালনায় উদয়াঙ্কুর সেবা সংস্থা(ইউএসএস) এর ফুলবাড়ী শাখার প্রোগ্রাম অফিসার লুৎফর রহমান রাফিন, একশনএইড বাংলাদেশ এর প্রতিনিধি ইন্সপিরেটর জিনাত রহমান মেলোডী, উপজেলা সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সংগঠক, সভাপতি,সাধারণ সম্পাদকসহ সাধারণ সদস্যগণও উপস্থিত ছিলেন।