
গাজী ইসমাইল ভাঁওয়ারী, নিজস্ব সংবাদদাতা:
আজ ১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে নরসিংদী পাঁচদোনা মাদকে_না_বলুন মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট ভাটপাড়া নগেশ চন্দ্র গুপ্ত উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খায়রুল ইসলাম ফরাজীর পরিচালনাই এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আদনান সরকার, আইনজীবী, সুপ্রিম কোর্ট ঢাকা।
প্রধান বক্তা মোঃ আজিম মিয়া আহ্বায়ক, পাঁচদোনা ইউনিয়ন সেচ্ছাসেবী ফোরাম। সভাপতি করেন মোঃ মানিক মিয়া, সদস্য সচিব, পাঁচদোনা ইউনিয়ন সেচ্ছাসেবী ফোরাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান মনির, সভাপতি নেহাব গণপাঠাগার। মাহমুদুল হাসান রনি, সহ আহ্বায়ক, পাঁচদোনা ইউনিয়ন সেচ্ছাসেবী ফোরাম। সাংবাদিক গাজী ইসমাঈল ভাঁওয়ারী দৈনিক সরকার ও দৈনিক দিগন্ত নরসিংদী জেলা। মোঃ রকিবুল ইসলাম আসিফ, সভাপতি তরুণ আলো সংগঠন। মোঃ মিজানুর রহমান মৃধা, সভাপতি, বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা শিবপুর উপজেলা। মোঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক, নেহাব গণপাঠাগার। চরমাহমুদপুর অগ্নিবীনা ক্লাব বনাম ভরসংগান সূর্য তরুণ ইসলামি যুব এর মধ্যে খেলা শুরু হয়।
মাদকে_না_বলুন মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট,সমাজে মাদক থেকে দুরে রাখতে যুবকদের প্রতি ফুটবল খেলার আহ্বান করেছেন পাঁচদোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবী ফোরাম। চরমাহমুদপুর অগ্নিবীনা ক্লাব বনাম ভরসংগান সূর্য তরুণ ইসলামি যুব সংগ সংগঠনের মধ্য ২-২ গোলে ড্র হয়। পরে ট্রাইব্রেকারে ভরসংগান সূর্য্য তরুণ ইসলামি যুব সংগঠন জয় লাভ করে। বিজয়দে হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।এতে উপস্থিত সকলকে প্রধান অতিথি অসংখ্য ধন্যবাদ জানিয়ে খেলা শেষ করেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.