
ওমর ফারুক,বার্তা সম্পাদক :
দক্ষ জনশক্তি, সমৃদ্ধ অর্থনীতি, সুষম সমাজ নীতি, মালিক শ্রমিকের সম্পর্ক, ইসলামি শ্রম নীতিসহ শ্রমিকের স্বার্থ সংশ্লিষ্ট এবং শ্রমিক আন্দোলনে সদস্য বৃদ্ধি ও সাংগঠনিক অবকাঠামো উন্নয়নে শ্রমিক আন্দোলন নরসিংদী জেলা ও থানা দায়িত্বশীলদের কর্মশালার আয়োজন করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর অংগ সংগঠন ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখা।
শুক্রবার সকালে নরসিংদী প্রেসক্লাবের অডিটোরিয়ামে দুপুর অবধি চলে এই কর্মশালা।
ইসলামি শ্রমিক আন্দোলন, নরসিংদী জেলা সভাপতি আলহাজ্ব মাসুদুর রহমান এর সভাপতিত্বে উক্ত সভায় প্রশিক্ষণ প্রদান করেন ইসলামি শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম,কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. ওমর ফারুক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা সভাপতি আলহাজ্ব আশরাফ হোসেন ভুইয়াসহ জেলা ও থানার দায়িত্বশীলবৃন্দ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.