সম্পাদক
মোঃ ফারজুল ইসলাম, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ভেকিরবিল,বামনির বিল ও ভেলামারির বিলের পানি নিষ্কাশন করে ফসল রক্ষার দাবিতে কৃষকরা মানববন্ধন করেছেন । গতকাল ২ সেপ্টেম্বর শনিবার বেলা ১১টার সময় উক্ত ইউনিয়নের একতা বাজারে এর মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানা গেছে একটু বৃষ্টি হলে উক্ত বিলগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে প্রায় এক হাজার একর ফসলি জমির ধান পানির নিচে তলিয়ে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসি জানায় এক সরকারি দলের প্রভাবশালি নেতা পানির গতিপথে মাছ চাষ করে ,কেউবা স্থাপনা নির্মান ও কালভার্ট বন্ধ করে দিয়ে জলাবদ্ধতার সৃষ্টি করেছেন । এ বিষয়ে পাঁচগাছি গ্রামের কৃষক মৃত্যু গিয়াসউদ্দিন এর পুত্র জয়নাল আবেদীন, মৃত্যু হেসকার আলীর পুত্র আঙ্গুর মিয়া, রকিব উদ্দিনের পুত্র তোফাজ্জল হোসেন, বারি মন্ডলের পুত্র শরিফুল ইসলাম (ডিটু), মৃত্যু আব্বাস আলির পুত্র সোলাইমান মিয়া সহ একাধিক কৃষক জানায় বিলগুলো থেকে পানির গতিপথ কেউ বাড়িঘর পুকুর পাড় এমনকি সরকারি কালভার্ট বন্ধ করে দেওয়ার ফলে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে । জলাবদ্ধতা থেকে ফসল রক্ষার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তকি ফয়সাল তালুকদার কাছে গিয়েও শূন্য হাতে ফিরে আসতে বাধ্য হয়েছি।
তকি তালুকদার বলেন এটার একটা স্থায়ী সমাধান দরকার এবং আমি এই বিষয়টা উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি , খুব তারাতাড়ি ব্যবস্থা গ্রহন করা হবে। এ সময় উপস্থিত অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম বলেন এই বিষয়ে কৃষক এবং স্থাপনা তৈরিকৃত ব্যাক্তিদের মধ্যে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া বলেন এটি দীর্ঘদিনের সমস্যা । পানি নিষ্কাশনের জন্য বরাদ্দ এসেছিলো কিন্তু আমি এই ঝামেলার কারণে কাজটি করতে পারিনি। এলাকার শতাধিক ক্ষতিগ্রস্ত কৃষক জানায় অবিলম্বে বিলগুলো থেকে পানি নিষ্কাশন করে ফসলি জমি রক্ষা এবং যেগুলো ধান নস্ট হয়েছে সেগুলোর ক্ষতিপূরণ চাই।

