সম্পাদক

মোস্তাফিজার রহমান, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামে জেলা প্রশাসন এর স্বপ্নকুঁড়ি সম্মেলন কক্ষে সুশীল প্রকল্পের অবহিতকরণ অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের মাধ্যমে ইউএসএস ভূরুঙ্গামারী, নাগেশ্বরী, ফুলবাড়ী, কুড়িগ্রাম সদর, উলিপুর ও চিলমারী উপজেলার মোট ১৫ টি নাগরিক সমাজ সংগঠন (সিএসও) এর সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার সহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে কার্যক্রম পরিচালনা করবে।

এই উদ্দেশ্যে মঙ্গলবার ৫ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) এর বাস্তবায়নে ইউরোপিয়ান ইউনিয়ন ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় জেলা প্রশাসন কুড়িগ্রাম এর স্বপ্নকুঁড়ি সম্মেলন কক্ষে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপ পরিচালক স্থানীয় সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম।

তিনি বলেন কুড়িগ্রাম জেলা প্রশাসন সর্বদা বেসরকারি প্রতিষ্ঠানের সাথে ইন্টিগ্রেশন এর মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মসূচিকে তরান্বিত করে থাকে। জনকল্যাণে আমরা টেকসই উন্নয়নের প্রত্যশা করছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রোকনুল ইসলাম, পুলিশ সুপার কুড়িগ্রাম এর প্রতিনিধি আলমগীর হোসেন, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, যুব উন্নয়ন অধিদপ্তর-এর সহকারী উপ পরিচালক শ্যামল কুমার দাস, পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক রেজাউল করিম, জেলা মহিলা বিষয়ক অফিসারের প্রতিনিধি, বাংলাদেশ মহিলা পরিষদ এর সভাপতি রওশন আরা চৌধুরী, আফাদ এর নির্বাহী পরিচালক সাইদা ইয়াছমিন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক।

ইউএসএস এর প্রধান কার্যালয়ের কোঅর্ডিনেটর আব্দুল কুদ্দস ও আব্দুর রউফসহ জেলার ১৫টি নাগরিক সমাজ সংগঠনের প্রতিষ্ঠাতা/ পরিচালক উক্ত সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রকল্পের মূল বিষয়বস্তু উপস্থাপন করেন একশনএইড বাংলাদেশ এর সুশীল প্রজেক্ট এর ম্যানেজার মৌসুমী বিশ্বাস। প্রকল্পটির সফল বাস্তবায়নে উপস্থিত অতিধিবৃন্দ মতামত ব্যক্ত করেন। প্রকল্প অবহিতকরণ সভাটি সঞ্চালনা করেন উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম।