ওমর ফারুক
আমার সবে চাই
লেখক-আয়ন ইসলাম আতিক
কত মেয়ে রোজ প্রতিদিন
আমাকে করে নক
আমার সাথে বলতে কথা
তাদের নাকি সখ ।
আমি নাকি প্রেমে গড়া
বলে হেসে হেসে
প্রেম প্রীতি ভালোবাসায়
আমায় রাখে ফেঁসে ।
আমায় নাকি ভাল্লাগে খুব
সব মেয়ারা ব্যাকুল
আমি নাকি ভালোবাসা
নারী প্রেমের ফুল।
আমায় ছাড়া নারী সমাজ
নাকি পাইনা ঠাঁই.
টাকা কড়ি কিছু চাইনা
আমার জুড়ি নাই।
পাঠিয়েছেন: জাবির আহম্মেদ, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি


