
এস এম আব্দুল্লাহ সউদ, কালাই (জয়পুরহাট)প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের শুভ আর্বিভাব তীথি বা জন্মাষ্ঠমী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে পুজা উদযাপন কমিটির আয়োজনে কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহর প্রদর্শন শেষে ওই বিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা বাবু মুনিশ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় র্ভাচুয়ালী থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারি, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফজলুর রহমান,কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, উপজেলা রবিদাস সম্প্রদায়ের সাধারন সম্পাদক বাবু শ্যামল চন্দ্র, উপজেলা আদিবাসী সম্প্রদায়ের সভাপতি লুইস মূরমসহ অন্যরা।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.