সম্পাদক
শাকিল আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিসসহ বিভিন্ন জঠিলরোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা তসলিমা খানমের সঞ্চালনায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমাজসেবা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।
এসময় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে এককালীন ৫০ হাজার টাকা হারে আর্থিক অনুদান ও ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত এতিমখানার মাঝে গ্রান্ট এর চেক বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

