
মোঃ জাকির হোসেন, ঠাকুরগাঁও সদর প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলায় শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমেশ চন্দ্র সেন, এমপি, সভাপতি, পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও সদস্য, উপদেষ্টা পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ, গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উত্তম প্রসাদ পাঠক, পুলিশ সুপার, ঠাকুরাগাঁও ও মোঃ মাহবুবুর রহমান, জেলা প্রশাসক।
উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, "ধর্ম যার যার, উৎসব সবার। ভিন্ন ভিন্ন ধর্মের অনুসারী হলেও আমরা বাঙালি। আমাদের চিন্তা হতে হবে আমরা মানুষ। সকল ধর্মের মর্মবাণী হচ্ছে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা।"
তিনি বলেন, "আমরা সবাই দেশকে ভালোবাসি। এদেশে সকল ধর্ম-বর্ণের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করেন। সংবিধান অনুসারেই আমাদের ধর্মনিরপেক্ষতা নীতি রয়েছে।
ধর্মীয় উৎসব মানুষের মনের উদারতা বিকশিত করার পাশাপাশি সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করে।"
আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৩ উদযাপন উপলক্ষে নির্বিঘ্নে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে পূজা উদযাপনের লক্ষ্যে কঠোর নিরাপত্তা প্রদানের আশ্বাস প্রদান করেন পুলিশ সুপার । একই সাথে পূজা উদযাপন কমিটি ও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যগণদের সার্বিক সহযোগীতা প্রদানের জন্য আহবান জানান পুলিশ সুপার।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.