সম্পাদক

নিউজ ডেস্ক:

শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। দক্ষিণ এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব ও আধিপত্য কমাতে বাংলাদেশ ও রাশিয়া একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

এর আগে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) হোটেল ইন্টার কন্টিনেন্টালে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, “রাশিয়া পরিস্থিতি দেখে ও বিশ্লেষণ করে। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইন্দো-প্যাসিফিক কৌশল ব্যবহার করে তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে এ অঞ্চলে।”

বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কঠোর সমালোচনা করে লাভরভ বলেন, “যারা অন্যদের হুকুম করে যে কী করতে হবে ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে তাদের, প্রতিরোধ করতে রাশিয়া এই অঞ্চলে তার মিত্রদের সাথে একসঙ্গে কাজ করবে।”

ইন্দোনেশিয়ায় আসিয়ান সম্মেলন শেষে এবং ভারতে জি-২০ সম্মেলনে যোগ দেয়ার আগে দুই দিনের সফরে বাংলাদেশে আসেন লাভরভ। এটি কোনো রুশ পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর।

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সার্বিক অগ্রগতি ও রাশিয়া বাংলাদেশের মধ্যে গম, সার ও এলএনজি সরবরাহের বিষয়ে দীর্ঘমেয়াদি চুক্তি করার ব্যাপারেও দুই পররাষ্ট্রমন্ত্রীর মাঝে আলোচনা হয়। ডলারভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেন পাশ কাটিয়ে বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় কিনা সে বিষয়েও রাশিয়া-চীন ও তাদের মিত্ররা এগিয়ে যাচ্ছেন বলে জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী।