
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়ন নোয়াদিয়া থেকে মাথা বিচ্ছিন্ন এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১০সেপ্টেম্বর) সকালে উপজেলার আয়ুবপুর ইউনিয়নের নোয়াদিয়া পঞ্চগ্রাম ঈদগাঁহ মাঠ থেকে সাইফুল ইসলাম (৪৬) এর মরদেহ ও তার ৫০ গজ দূর থেকে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করা হয়।
নিহত সাইফুল ইসলামউপজেলার শানখোলা এলাকার আ: হেলিমের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী, পাশাপাশি গরুর ব্যবসা করতেন।
ঘটনার পর নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন শিবপুর মডেল থানার ওসি ফিরোজ তালুকদার ও নরসিংদী গোয়েন্দা পুলিশের ওসি খোকন চন্দ্র সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এসময় হত্যাকান্ডে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য লাভলু নামের একজনকে আটক করেছে পুলিশ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.