ওমর ফারুক

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ি
(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ নি‌র্দেশনার প্রেক্ষি‌তে কু‌ড়িগ্রামে ফুলবাড়ী উপ‌জেলা অনগ্রসর দ‌লিত জন‌গোষ্ঠীর মাঝে নিবন্ধন সনদ বিতরণ করা হয়েছে।

রবিবার (১০ সে‌প্টেম্বর) সকাল সাড়ে এগারোটায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপ‌জেলা প‌রিষদ হলরু‌মে উপজেলা সমবায় অফিসার মোঃ কাউসার আলীর সভাপতিত্বে মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ নি‌র্দেশনার প্রেক্ষি‌তে ফুলবাড়ী উপ‌জেলা অনগ্রসর দ‌লিত জন‌গোষ্ঠী সমবায় স‌মি‌তি লি:” নিব‌ন্ধিতদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।

রাজস্ব খা‌তের আওতায় সমবায় স‌মি‌তি আইন ও বি‌ধিমালা সম্প‌র্কে ধারনা অর্জন, সমবায় ভি‌ত্তিক উন্নয়নমূলক কর্মকা‌ন্ডের বিস্তৃতকরন ও সমবায়ী‌দের দক্ষ জন‌গোষ্ঠী গ‌ড়ে তোলার ল‌ক্ষ্যে উপ‌জেলার বি‌ভিন্ন সমবায় স‌মি‌তির সদস‌্যদের সমন্ব‌য়ে দিনব‌্যাপী ভ্রাম‌্যমান প্রশিক্ষন অনু‌ষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপ‌জেলার সহকারী ক‌মিশনার (ভূ‌মি) মোছাঃ ম‌লিহা খানম।

কুড়িগ্রাম জেলা সমবায় কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা সহঃ পরিদর্শক মশিয়ার রহমান,হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।