
মোঃ আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে ১২৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ লাল মিয়া ( পাহাড়ী) (৬০) নামের এক ব্যক্তিকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায় গত শনিবার ৯ সেপ্টেম্বর (২০২৩ ইং) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের খেওয়ারচর দক্ষিণপাড়ার কুখ্যাত মাদক কারবারি মো. লাল মিয়া (পাহাড়ী) (৬০)'কে ১২৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে রৌমারী থানার একটি চৌকস টিম। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি। এবিষয়ে রৌমারী থানার (ওসি) রুপ কুমার সরকার বলেন, ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে তাকে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.