
মো কামাল হোসেন, আন্দুলবাড়ীয়া (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় জেলা পুলিশের আয়োজনে মিনিস্টার গ্রুপের সহায়তায় পুলিশ সুপার কাপ আন্তঃইউনিট ফুটবল টুর্নামেন্ট
অদ্য ১১.০৯.২০২৩ খ্রিঃ বিকাল ১৬:০০ ঘটিকায় পুলিশ লাইন্স মাঠে আনুষ্ঠানিকভাবে শুভ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
পুলিশ সুপার কাপ আন্তঃইউনিট ফুটবল টুর্নামেন্ট-২০২৩ দুই গ্রুপে মোট ৮(আট) টি দল খেলায় অংশগ্রহণ করবে। একটি গ্রুপে- আলমডাঙ্গা থানা, জীবননগর থানা, চুয়াডাঙ্গা থানা ও পুলিশ লাইন্স এবং অপর গ্রুপে- ট্রাফিক ফাঁড়ি, দর্শনা থানা, দামুড়হুদা মডেল থানা ও পুলিশ অফিস।
লীগ পদ্ধতিতে প্রতিটি দল ৩(তিন) টি খেলায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। সেমিফাইনালে ১ম গ্রুপ চ্যাম্পিয়ন বনাম ২য় গ্রুপের রানার্সআপ এবং ২য় গ্রুপ চ্যাম্পিয়ন বনাম ১ম গ্রুপের রানার্সআপ অংশগ্রহণ করবে। সর্বশেষ সেমিফাইনালে বিজয়ী দুইটি দল আগামী ১৯.০৯.২০২৩ খ্রি: বিকাল ১৬:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
পুলিশ সুপার কাপ আন্তঃইউনিট ফুটবল টুর্নামেন্ট/২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে আলমডাঙ্গা থানা একাদশ বনাম চুয়াডাঙ্গা সদর থানা একাদশ অংশগ্রহণ করে। উক্ত খেলায় চুয়াডাঙ্গা সদর থানা একাদশ ১-০ গোলে চ্যাম্পিয়ন হয়।
উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); ডিআইও-১, সকল অফিসার ইনচার্জ, টিআই (প্রশাসন), কোর্ট ইন্সপেক্টর, আরআই, পুলিশ লাইন্স, চুয়াডাঙ্গাসহ জেলার সকল পদমর্যাদার অফিসার-ফোর্সগণ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.