
নিউজ ডেস্ক:
পূর্ব লিবিয়ার তটভূমি ও তার কাছের এলাকা জুড়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ড্যানিয়েলের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ।সরকার জানিয়েছে, ঝড়ে একশজনের মৃত্যু হয়েছে। পরে জানা যায়, ডেরমাতে শহরের দুইটি বাঁধ ভেঙে যায়। তাতে শহর পুরো ভেসে গেছে। প্রচুর মানুষ সমুদ্রে ভেসে গেছেন। প্রাথমিকভাবে জানা গেছে ডেরমাতে ১৫০ জন মারা গেছেন। সবমিলিয়ে এখনো পর্যন্ত ২৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
তবে পূর্ব লিবিয়ার সরকারে থাকা নেতা ওসামা হামাদ জানিয়েছেন, অন্ততপক্ষে দুই হাজার মানুষ মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। পাঁচ হাজার মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রচুর মানুষ সমুদ্রে ভেসে গেছেন। তবে হামাদের সরকারকে জাতিসংঘ স্বীকৃতি দেয়নি। তারা ত্রিপোলির সরকারকে স্বীকৃতি দেয়।
রোববার লিবিয়ায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড় জ্যানিয়েল। তারপর দুর্গত মানুষকে উদ্ধার করতে গিয়ে সাতজন সেনা নিখোঁজ হয়েছেন।
ডেরমার অবস্থা সবচেয়ে খারাপ। সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, পুরো শহরে জল। বহু মানুষ গাড়ির ছাদে বসে সাহায়্য চাইছেন। তাদের গাড়ি তীব্র স্রোতে ভেসে যাচ্ছে।
লিবিয়ায় জাতিসংঘের প্রতিনিধি গ্যাগনন বলেছেন, প্রচুর শহর ও গ্রাম বিপর্যস্ত হয়েছে। বন্যা হয়েছে। পরিকাঠামো নষ্ট হয়েছে। প্রচুর মানুষ মারা গেছেন।
ত্রিপোলিতে আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃত সরকার ত্রাণের আবেদন জানিয়েছে। তিন সদস্যের প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, ''আমরা সব বন্ধু দেশ ও আন্তর্জাতিক সংগঠনকে সাহায়্য করার জন্য আবেদন জানাচ্ছি।''সোমবার সকালে তুরস্ক তিনটি বিমানে করে উদ্ধারকারী দলকে পাঠিয়েছে। আমিরাতের প্রেসিডেন্টও জানিয়েছেন, তারাও উদ্ধারকারী দল পাঠাচ্ছেন। খবর: ডিডব্লিউ
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.