
মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে রেখা যাওয়া অজ্ঞাত যুবকের (৩৫) মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। পরে তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার পরিচয় এখনও জানাযায়নি।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, গতকাল সোমবার রাতে সদর উপজেলার কান্দাপাড়া এলাকার তুহিন নামে এক ব্যক্তি অজ্ঞাত ওই যুবককে হাসপাতালে ভর্তি করে চলে যায়। এর পর থেকে তার আর খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আজ মঙ্গলবার সকালে অজ্ঞাত যুবকের মৃত্যু হলে তার মরদেহ মর্গে রাখা হয়। পরে এবিষয়ে থানায় অবগত করা হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সিরাজগঞ্জের ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গের ডোম রানা বলেন, সকালে হাসপাতাল থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ এনে মর্গে রাখা হয়েছে। তার পরনে ছেঁড়া লুঙ্গী ও শার্ট ছিলো।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.