
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, নরসিংদী প্রতিনিধি:
তিন দিনের সরকারী সফরে ভিয়েতনাম ভ্রমন করছেন গাজীপুর-নরসিংদী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী। সেখানে আগামী ১৪- ১৭ সেপ্টেম্বর Strengthening digital capacity of the youth case of Vietnam বিষয়ক সেমিনার এবং Ninth IPU Global conference of young parliamentatians এ অংশ গ্রহণ করবেন তিনি।
উনার সাথে সফরসঙ্গী হয়েছেন ময়মনসিংহ ১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং, সংরক্ষিত নারী সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, সংসদ সচিবালয়ের ডেপুটি সার্জেন্ট এন্ড আর্মস মোঃ তানভীর হাসান ও কন্যা মেফতাহুল জান্নাহ নাজহা। ভিয়েতনাম সফর শেষে তিনি সিংগাপুর ভ্রমন করবেন বলেও জানা যায়। সেখানে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করবেন।
আগামী ২১ সেপ্টেম্বর বাংলাদেশে ফিরবেন বলে জানিয়েছেন তামান্না নুসরাত বুবলী। তিনি গাজীপুর-নরসিংদী সংরক্ষিত আসেনের সকল জনগনের নিকট দোয়া কামনা করেছেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.