
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন প্রশাসনের বিসিএস ২৭তম ব্যাচের কর্মকর্তা ড. বদিউল আলম।
অন্যদিকে পূর্বের জেলা প্রশাসক আবু নাঈম মোহাম্মদ মারুফ খানকে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) রাতে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করার পর গত ১০ সেপ্টেম্বর কর্মদিবসে পূর্বের ডিসি থেকে দায়িত্বভার বুজে নেন তিনি।

উল্লেখ্য, ডিসি আবু নইম মোহাম্মদ মারুফ খান ২০২১ সালের ২২ জুন নরসিংদী জেলায় নিয়োগ পেয়েছিলেন। সম্প্রতি মাঠপ্রশাসনের প্রায় অর্ধেক জেলার ডিসিদের রদবদল করেছেন সরকার। এর মধ্যে বেশির ভাগ ডিসির মেয়াদ পূর্ণ হওয়ায় বদলি করা হয়েছে। তবে কয়েকজনের কাছ থেকে সরকারের প্রত্যাশা অনুযায়ী কর্মদক্ষতা না পাওয়ায় তাদের বদলি করা হয়েছে বলে জানা যায়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.