ওমর ফারুক

এইচ এম হাছনাইন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশে ভোলা জেলা উত্তরের আয়োজনে অথর্ব প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল সংখ্যানুপাতিক নির্বাচন (PR) পদ্ধতি প্রবর্তন চলমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবীতে জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১২ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকার সময় ভোলা সরকারি স্কুল মাঠে এক বিশাল জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত জেলার সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই।
তথ্য যারা সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান মোমতাজী।


উক্ত জেলা সমাবেশে বিসিএস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ন মহাসচিব গাজী আতাউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সিডিয়ামের সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা ওবায়েদুর রহমান বিন মোস্তফা, ভোলা জেলা উত্তরের সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান আজাদী।


উক্ত জেলা সমাবেশে পুরো সমাবেশে সঞ্চালনা করেন ভোলা জেলার উত্তরের সেক্রেটারি নানা তরিকুল ইসলাম।

উক্ত জেলা সমাবেশে বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড থেকে বিশাল মিছিল এসে ভোলা সরকারি স্কুল মাঠে জড়ো হয়।
উক্ত জেলা সমাবেশে বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।