
নিউজ ডেস্ক:
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি ক্ষুদ্র মানুষ। আমার বিরুদ্ধেও ৯৮টা মামলা আছে। সেঞ্চুরি হতে আর দুটো মামলা বাকি।
ফখরুল বলেন, প্রতিদিন প্রায় সবাইকে মামলার হাজিরা দিতে নিম্ন আদালতে যেতে হয়। ঢাকা লোয়ার কোর্টে গিয়ে দেখেন গিজগিজ করছে মানুষ, সব বিএনপির। তিনি বলেন, আমাদের একজন রাজনৈতিক কর্মীও বাদ নেই। সকালে মামলার হাজিরার কারণে তারা রাজনৈতিক কর্মসূচিতে আসতে পারেন না।
বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশে এখন গণতন্ত্র নেই। বিচারব্যবস্থা এখন পুরোপুরি সরকারের হাতে। বিচারব্যবস্থা পুরোপুরিভাবে দলীয়করণ হয়ে গেছে।
মির্জা ফখরুল বলেন, পুলিশ কর্মকর্তা এখন রাজনীতিবিদের মতো কথা বলেন। সব জায়গায় জবরদখল প্রতিষ্ঠা করেছে সরকার। লক্ষ্য ভিন্ন কায়দায় বাকশাল প্রতিষ্ঠা করা। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আমাদের সবার দায়িত্ব হচ্ছে এক জোট হওয়া। জোটবদ্ধ হয়ে এই সরকারকে বলতে হবে—অনেক হয়েছে, এবার চলে যাও।
বিএনপি মহাসচিব বলেন, জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তারা আর এই সরকারকে দেখতে চায় না। বিজয় আমাদের সুনিশ্চিত।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.