
আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার রাজিবপুরে মেরিনা খাতুন (২২) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে বুধবার রাতে মেরিনার পিতা মোঃ মহির উদ্দিন (৩৬) রাজিবপুর থানায় একটি অপমৃত্যুর অভিযোগ করেন।
আনুমানিক তিন বছর পূর্বে কোদালকাটি সরকারপাড়া গ্রামের মোঃ তোফাজ্জল হক এর ছেলে গাজী রহমানের সাথে গৃহবধূ মেরিনার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ১০ মাসের একটি সন্তান রয়েছে। সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ সহ মনোমালিন্যের অভিযোগ পাওয়া যায়।
মোঃ মহির উদ্দিন বলেন, আমার বেয়াই মোঃ তোফাজ্জল হক মোবাইল ফোনের মাধ্যমে জানায়, মেরিনা খাতুন ইঁদুর মরার (বিষ) কীটনাশক পান করিছে। আমার মেয়ে অসুস্থ হলে তার শ্বশুর বাড়ির লোকজন মেরিনাকে রাজিবপুর হাসপাতালে নিয়ে আসে।
এ খবর পাওয়ার সাথে সাথে আমি আর আমার ভাইসহ দ্রুত হাসপাতালে এসে মেয়েকে মৃত অবস্থায় দেখতে পাই। এরপর আমার মেয়ের মৃতদেহ শ্বশুর বাড়ীতে নিয়ে যায়। আমার মেয়ের মৃত্যুর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশা করছি।
এ বিষয়ে তোফাজ্জল হক এর সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
গৃহবধূ মেরিনার স্বামী মোঃ গাজী রহমানের সাথে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
গৃহবধূ মৃত মেরিনার চাচা বাদশা বেপারী বলেন, আমার ধারণা সে বিষ খায় নি। স্বামী,শশুর, শাশুড়ি ননদের দ্বারা শারীরিক ও মানসিক ভাবে নির্যাতিত করে হত্যা করা হয়েছে।
অপমৃত্যুর অভিযোগ প্রসঙ্গে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজহারুল ইসলাম বলেন, অপমৃত্যুর অভিযোগ হয়েছে। লাশ পোস্ট মর্টেমের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট প্রাপ্তির পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.