ওমর ফারুক
মোশারফ হোসেন , নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদীর শিবপুরে মাথা বিচ্ছিন্ন করে গরু ব্যবসায়ী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের মূল আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ( ১৪ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, তার কার্যালয়ের আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে তথ্য প্রযুক্তির সহায়তায় চলমান অভিযানের এক পর্যায়ে পাবনা জেলার আটঘরিয়া থানার বাঁচামরা এলাকা থেকে হত্যার ঘটনার মূল আসামী তাইজুল ইসলাম (২৮) কে গ্রেফতার করে পুলিশ।
এ সময় পুলিশ সুপার আরও জানান, তদন্তসাপেক্ষে জানা যায় যে, সাইফুলের সাথে গ্রেফতার তাইজুল ইসলাম গরুর ব্যবসা করতো। গত ৯ সেপ্টেম্বর তাইজুল ইসলাম ও সাইফুল ইসলামের মধ্যে দ্বন্ধের সৃষ্টি হলে, পরে একই দিন রাতে তাইজুল ইসলাম সাইফুল ইসলামকে তার পাওনা টাকা পরিশোধ করার কথা বলে রাত ১০ টার দিকে পঞ্চগ্রাম ইদগাহ মাঠে নিয়ে যায় এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাইজুল ইসলাম তার সহযোগী সোলেমান, তারেক সহ আরো এক জনের সহায়তায় সাইফুল ইসলামের গলায় থাকা গামছায় টান দিয়ে মাটিতে ফেলে তাইজুল ইসলামের সাথে থাকা ধারালো দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে সাইফুল ইসলামের দেহ থেকে মাথা আলাদা করে।
পরে ১০ সেপ্টেম্বর সকালে আসামী তাইজুলের দেখানো ঘটনাস্থলের উত্তর দিকে কাজলের ধানক্ষেত থেকে হত্যাকান্ডে ব্যবহৃত দা ও পশ্চিম পাশের ধানক্ষেত থেকে সাইফুল ইসলামের ব্যবহৃত বাটন মোবাইল ফোন এবং আসামীর পরিহিত রক্তমাখা গেঞ্জি ও প্যান্ট উদ্ধার করে ।
এছাড়াও গ্রেফতার তাইজুল ইসলাম হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

