
আব্দুল খালেক রৌমারি (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম রাজিবপুর শাখায় সোনালী ব্যাংক পিএলসির এটিএম বুথ শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে রাজিবপুর শাখার নিচতলায় এটিএম বুথ এর শুভ উদ্বোধন করা হয়।
ফিতা কেটে এটিএম বুথের উদ্বোধন করেন জামালপুর সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মোঃ আবু সাঈদ অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, সোনালী ব্যাংক পিএলসির শেরপুর জেলা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার শ্যামল কুমার মন্ডল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজিরপুর সোনালি ব্যাংকের ম্যানেজার কামরুল হাসান মিঠু, বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখা সভাপতি মোঃ শহিদুর রহমান, চরনেওজী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নুর খান, রাজিবপুর সরকারি কলেজ অবসর প্রাপ্ত প্রভাষক মোঃ লুৎফর রহমান ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের কর্মকর্তা আব্দুল হালিম হাদী।
বক্তারা বলেন সোনালী ব্যাংকের এটিএম বুথ হওয়ায় আমাদের অনেক সুবিধা হবে। এছাড়াও লেনদেন অনেকটাই সহজ উপায়ে করা যাবে এবং এটিএম বুটের নানা সুবিধা নিয়ে আলোচনা করেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.