
বিজয় কর রতন,মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
ধর্ম যার যার, উৎসব সবার এ ¯েøাগানকে সামনে রেখে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জাতীয় নির্দেশনা অনুযায়ী দাবী জানিয়ে সারাদেশের ন্যায় অষ্টগ্রামে উপজেলায় মানববন্ধন করেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ।
মানববন্ধনটি বৃহস্পতিবার কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার উপজেলা পরিষদের প্রধান ফটকের রাস্তার সন্মূখে অবস্থান নেন। এসময় অষ্টগ্রাম উপজেলার পুজা উদযাপন পরিষদের সকল সনাতনী ধর্মাবলম্বীরা তাদের মৌলিক দাবী আদায়ের জন্য ও বাস্তবায়ন করতে সরকারের প্রতি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন প্রতি বছরের ন্যয় দীর্ঘদিনের দাবীধর্মীয় সংখ্যালগু সুরক্ষা আইন, দেবোওর বোর্ড,হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবীতে, দেবত্তর সম্পত্তি রক্ষায় মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু অলক কান্তিদেব, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রকৌশলী বাবু সন্তোস কুমার দেবনাথ, সাধারণ সম্পাদক বাবু জীবন ময় শীল, সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দেবেশ চন্দ্র দাস, অষ্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি বাবু দেবপদ চক্রবর্তী, বাবু যুগল চরন সুত্রধর, নারায়ন সরকার সহ উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত সনাতন ধর্মাবলম্বীরা,এছাড়া সাংবাদিক বাবু অজিত দত্ত সহ ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়া ও জাতীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.