
মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জের অত্যন্ত স্বনামধন্য , সুপ্রতিষ্ঠিত এবং কালীগঞ্জের সর্ব প্রথম প্রতিষ্ঠিত কিন্ডারগার্টেন স্কুল হলো স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল।
১৪ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার ২০২৩ সকল ০৯টায় স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের ২০২২ সালে বৃত্তি প্রাপ্তি ৩৮ জন শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় থাকে কবিতা আবৃত্তি, একক অভিনয়, একক নৃত্যও দলীয় নৃত্য কৌতুক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হবিবুর রহমান, প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আরাফাত খন্দকার। প্রতিষ্ঠাতা ও পরিচালক নতুন কুঁড়ি মডেল স্কুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের অভিভাবক কমিটির সদস্য শফিউল্লাহ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আসফিয়া ভূইয়া, সহকারী শিক্ষক স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের উপাধ্যক্ষ শিক্ষক ছিলেন প্রদীপ চন্দ্র দাস।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.