
তপন দাস,নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী পদ্মবিল সৌন্দর্য পূর্ণ একটি বিল। ভ্রমণ পিপাসুদের মন কাড়ছে এই পদ্মবিল টি।
প্রকৃতির স্বচ্ছ পানিতে ফোঁটা লাল, সাদা পদ্ম ফুল দেখতে দূরদূরান্ত থেকে ছুটে এসে ভীড় জমাচ্ছে ভ্রমণ পিপাসুরা।
এক সময়ের অবহেলিত এই জনপদ টি হয়ে উঠেছে এখন একটি দর্শনীয় স্থান।
পদ্মবিল টি নীলফামারী সদর উপজেলা থেকে ৮ কিলোমিটার দূরে ইটাখোলা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল সিন্দই গ্রামে অবস্থিত ।
পদ্মবিল টি প্রায় ১০ একর জায়গা জুড়ে বিস্তৃতিত ।
বিলটি তে সম্প্রতি ফুটতে শুরু করেছে বাহারি রঙের ফুল ।
ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হওয়া কয়েকজন দর্শনার্থী জানান পাকা সড়ক থেকে এক কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয় বিলের কাছে , বিলে আসলে ঘুরে দেখার মতো নেই কোন যাতায়াতের পর্যাপ্ত যোগাযোগ ব্যবস্হা ।
কাছ থেকে এক নজর ফুল গুলোকে দেখতে চড়তে হয়
নৌকায় যা পুরনো একটি নৌকা।
তাই আমাদের মতো দর্শনাথীদের কে যদি এই বিলে আকৃষ্ট করতে হয় তাহলে অবশ্যই যোগাযোগ ব্যবস্হা টি নিশ্চিত করতে হবে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার বলেন বিলটি রক্ষণাবেক্ষণ সহ যাবতীয় সমস্যা দূর করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.