
জাবির আহম্মেদ জিহাদ, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
বাংলাদেল ছাত্রলীগ ইসলামপুর উপজেলার (ভারপাপ্ত) সাধারন সম্পদক পদ থেকে উন্নতি পেয়ে ছাত্রলীগের সাধারন সম্পাদক পদে দ্বায়িত্ব পেলেন ফারুক হোসেন সুমন
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর জেলা সভাপতি খাবিরুল ইসলাম খান এবং সাধারন সম্পাদক এক যৌথ্য বিবৃতিতে ফারুক হোসেন সুমনের নাম ঘোষণা করেন!
নির্বাচিত সাধারন সম্পাদক বলেন আমি আওয়ামী পরিবারের সদস্য।আমি নিজে ইতিপূর্বে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে সফলতার সাথে দ্বায়িত্ব পালন করে আসছি।
দলেন নেতাকর্মী এবং সাধারন ছাত্রদের ভালোবাসা সদা আমার সাথে আছে,থাকবে ইনশাআল্লাহ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.