ওমর ফারুক
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
শনিবার ১৬ সেপ্টেম্বর বিকেল ৪ ঘটিকার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শাহ্ বাজার আবুল হোসেন সিনিয়র(ফাজিল) মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট/২৩ ইং এর ফাইনাল খেলা।
উক্ত ফাইনাল খেলায় তহিদুল ইসলাম পোদ্দার কাস্টম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল বারী পুলিশ,বীর মুক্তিযুদ্ধা আব্দুর রাজ্জাক মিয়া, সাংবাদিক মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর)।
শাহ্ বাজার চাষী ক্লাব ও রংধনু পাঠাগারের যৌথ আয়োজনে খেলায় অংশগ্রহণ করেন পোদ্দারটারী শাহ্ বাজার ফুটবল দল ও বসুন্ধরা কিংস বড়ভিটা ফুটবল দল।
প্রথম অব্দে নির্ধারিত সময়ে খেলায় কোন ফলাফল না হওয়ায় অতিরিক্ত সময় বেঁধে দেওয়া হয়েছিলো। অতিরিক্ত সময়েও গোল না হযওয়ায় ট্রাইবিকারে খেলাটি সমাপ্তি করা হয়।
পোদ্দারটারী শাহ্ বাজার ফুটবল দল বসুন্ধরা কিংস বড়ভিটা ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

