
আরিফ হোসাইন, ববি প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৩ দিন ব্যাপী বিউ আইটি ফেস্ট ১.০ অনুষ্ঠান এর উদ্ভোদন ঘোষণা করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন।
বরিশাল বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির আয়োজনে আলট্রা গিয়ার এর পৃষ্ঠপোষকতায় ফেস্টটি অনুষ্ঠিত হচ্ছে।
আজ শনিবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র- শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠানটি শুরু হয়েছ।
৩ দিন ব্যাপী এই অনুষ্ঠানে ১ম দিন হচ্ছে টাইপিং মাস্টার ৪.০ প্রতিযোগিতা এবং ই-ফুটবল মোবাইল। ২য় দিন অনুষ্ঠিত হবে সেইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার, ফিফা ১৯ ফুটবল এবং ই-ফুটবল খেলা। ৩য় দিনে প্রোগ্রামিং প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড.মোঃ ছাদেকুল আরিফিন বলেন , শিক্ষার্থীদের জন্য শ্রেণীকক্ষের পাঠদান ও বই পড়া, গবেষণা এবং সহশিক্ষিকা কার্যক্রম গুরুত্বপূর্ণ। আজকের আইটি সোসাইটির এই আয়োজন সহশিক্ষা কার্যক্রমের মধ্যে পড়ে, যা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান কম্পিউটার প্রযুক্তির যুগে আইটি সেক্টরে যে যত দক্ষ হবে তার ভবিষ্যৎ তত উজ্জ্বল। সেই দিক থেকে নতুন হলেও বরিশাল বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি খুব ভালো কাজ করছে।
তোমাদের এই আয়োজন দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আশা করি ভবিষ্যতে আরও বড় ধরনের আয়োজন করবে এবং আমি আমার দিক থেকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব।
উদ্ভোদনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড.মোঃ ছাদেকুল আরেফিন, প্রোক্টর অধ্যাপক ড.খোরশেদ আলম, আইটি সোসাইটির প্রধান নির্দেশক রাহাত হোসেন ফয়সাল এবং কম্পিউটার সাইন্স এণ্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকবৃন্দ।##
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.