
নিউজ ডেস্ক:
এশিয়া কাপের নিয়মরক্ষার ম্যাচে ভারতকে ৬ রানে হারিয়ে বাংলাদেশ কাটিয়েছে লম্বা সময়ের জয়খরা। এশিয়া কাপে দীর্ঘ ১১ বছর পর টাইগাররা পেয়েছে ভারত বধের স্বাদ। ভারতের বিপক্ষে দারুণ এক জয় দিয়ে এশিয়া কাপ শেষ করেছে বাংলাদেশ৷
এক বল হাতে রেখে ছয় রানের জয় পেয়েছে সাকিব আল হাসানের দল৷ টসে হেরে ব্যাট করার সুযোগ পেয়েছিল সাকিবের দল৷ কিন্তু মাত্র ২৮ রানে ৩ উইকেট হারানোয় সুযোগটাই মনে হচ্ছিল বিশাল এক বিপর্যয়৷ ধীরে ধীরে সেই বিপর্যয় কাটিয়ে ওঠে সাকিব ও মিরাজের ছোট এক জুটি৷ সেই ভিতটাকেই কাজে লাগিয়ে আট উইকেটে ২৬৫ রানের স্কোর দাঁড় করায় বাংলাদেশ৷
সবচেয়ে বড় ইনিংসটি খেলেছেন অধিনায়ক সাকিব৷ তবে তার ৮০ রানের ইনিংসের পাশাপাশি হৃদয়ের ৫৪ এবং শেষের দিকে নাসুম (৪৪), মেহেদী (২৯) ও তানজিম হাসানের (১৪*) ব্যাটিংয়ে আশা জাগানিয়া পুঁজি পায় বাংলাদেশ৷ তারপর শুভমন গিলের সেঞ্চুরিও (১২১) পারেনি ভারতের পরাজয় এড়াতে৷ বাংলাদেশকে দুর্দান্ত জয় এনে দেন মোস্তাফিজ (৮-৫০-৩), তানজিম (৭.৫-৩২-২), মেহেদীরা (৯-৫০-২)৷
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.