
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে অবহেলিত হিজরা সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে অ্যাপেক্স ক্লাব অব টিউলিপ। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের শাপলাচত্বর হিজলাপাড়া মোড়ে হিজরা সম্প্রদায়ের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাবের জেলা-১ এর ১৩২ নং ক্লাব এপেক্স ক্লাব অব টিউলিপের প্রেসিডেন্ট কাজী মেহেরুন্নাহার লাভলী।
এপেক্স ক্লাব অব টিউলিপ এর সার্ভিস প্রজেক্টের অংশ হিসেবে প্রায় অর্ধশত তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে ৫ কেজি চাল, ১কেজি পিয়াজ, ১ কেজি আলু, আধা কেজি তৈল ও আধা কেজি ডাল দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব টিউলিপের সাধারণ সম্পাদক এডঃ লুবনা নাসরিন লতা সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। বক্তারা জানান, হিজরা বা তৃতীয় লিঙ্গের মানুষরাও আমাদের মতোই মানুষ তাই তাদেরকে আলাদা চোখে না দেখে সমাজে আমাদের সাথে মিশিয়ে নিতে হবে। তাদেরকে ভয় পাওয়ার কিছুই নাই, আল্লাহ তায়ালা তাদেরকে হয়তো বিশেষ কোনো কাজে দুনিয়ায় পাঠিয়েছেন।
এপেক্স ক্লাব অব টিউলিপ একটি নারী সংগঠন, আমরা নারীদের যতটুকু সমর্থ আছে তা দিয়ে তাদের পাশে দাড়িয়েছি। সামর্থবানদের দৃষ্টি আকর্ষণ করবো তাদের পাশে দাঁড়ানোর জন্য। উপকারভোগীরা জানান, আমাদের পাশে এসে কেও দাঁড়াবে ত দূরের কথা আমাদের দেখলে সবাই ভয়ে থাকে, কিন্তু কেনো? আমরাও ত মানুষ। সরকার ও দেশের জনগণের কাছে আমাদের অনুরোধ আমাদের দিকটা দেখার জন্য। আমারা চাই আমাদের একটা কর্মসংস্থান ও বাসস্থান হোক, আমরা যেনো সাধারণ মানুষের মতো বাচতে পারি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.