
ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান:
ময়মনসিংহের ফুলপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে৷ আজ রবিবার সকাল ১১টায় ওই মেলার উদ্বোধন করা হয়। মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান।
এ সময় একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
র্যালিটি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে 'এসে একত্রিত হন বাংলাদেশ' ও 'উন্নয়নে অভিযাত্রায় অদম্য বাংলাদেশ' প্রতিপাদ্য বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল, ফুলপুর থানার অফিসার ইন চার্জ ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি প্রমুখ।
এসময় একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধরের সঞ্চালনায় বিভিন্ন দপ্তর প্রধান ও বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.