
মোঃ জিয়াউল হক, (বারহাট্টা) নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনা সদরের চল্লিশা এলাকায় ট্রেনে কাটা পড়ে হাবিবুর রহমান (৮৩) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চল্লিশা স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
হাবিবুর রহমান চল্লিশা ইউনিয়নের লাইট গ্রামের বাসিন্দা। তবে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেনটি বেলা ১১টার দিকে চল্লিশা স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় রেললাইন পার হতে গিয়ে কাটা পড়েন হাবিবুর। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরঞ্জন তালুকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরঞ্জন তালুকদার বলেন, বয়সের কারণে হাবিবুর রহমান বছর খানেক ধরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। কানেও কম শুনতেন তিনি। কখনো রেল স্টেশনেও বসতেন। আজ স্টেশনের কাছেই রেললাইন পার হওয়ার হর্ন শুনতে না পেয়ে ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.