
আব্দুর রউফ আশরাফ, হবিগঞ্জ প্রতিনিধি:
বানিয়াংয়ে পদোন্নতি জনিত কারণে বদলী বিদায়ী বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদ্মাসন সিংহকে বানিয়াচং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (১৮ সেপ্টম্বর) রাতে দুপ্রক কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও পদ্মাসন সিংহ।
দুপ্রক বানিয়াচং উপজেলা শাখার সভাপতি বিপুল ভূষন রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ইমাম সমিতির সভাপতি ও দুপ্রক সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, দুপ্রক সহ-সভাপতি ও বিএসডি বালিকা আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুবাশ্বির আহমদ, সদস্য ভানু চন্দ্র চন্দ, উপজেলা মসজিদের ইমাম মাওলানা সাঈদুর রহমান খান, আওয়ামীলীগ নেতা শাহ নেওয়াজ ফুল মিয়া, মাওলানা মশিউর রহমান, যুবলীগ নেতা সাহিবুর রহমান প্রমুখ।
এছাড়া বীর মুক্তিযোদ্ধা মুসাব্বির হোসেন খান, উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক এস এম খলিলুর রহমান রাজুসহ দুপ্রকের বিভিন্ন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সম্প্রতি বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার লক্ষীপুরের অতিরিক্ত জেলা প্রাশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.