
শাওন আহমেদ সা'দ, মাধবদী, নরসিংদী প্রতিনিধি:
স্থানীয় সরকার উন্নয়ন মেলা ২০২৩ইং নরসিংদী সদর উপজেলায় অংশগ্রহণকারী ১৯ টি স্টল এর মধ্যে পাইকারচরইউনিয়ন পরিষদ তৃতীয় স্থান অর্জন করেছে।
১৯ই সেপ্টেম্বর মঙ্গলবার, পাইকারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসেমকে তৃতীয় স্থান অর্জনের পুরষ্কার তুলে দেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যজিস্ট্রেট ড.বদিউল আলম।
এর আগে ১৭ই সেপ্টেম্বর নরসিংদী উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৩ দিন ব্যাপী জাতীয় সরকার দিবস ও উন্নয়ন মেলা ২০২৩ আয়োজন ১৯টি স্টল অংশগ্রহণ করে,প্রতিযোগিতায় ১৯টি স্টলের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে পাইকারচর ইউনিয়ন পরিষদ।
এ সাফল্যে ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী সহ এলাকাবাসী খুশি। এ সাফল্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসেম সাহেব ধন্যবাদ জানিয়েছেন ইউনিয়ন পরিষদ সচিব- মোঃসোহরাব হোসেন,সহকারী সচিব জাহিদুল ইসলাম, উদ্যোক্তা মহসিন ও হৃদয় এবং গ্রাম পুলিশ সহ ইউনিয়ন পরিষদের সকল মেম্বারদেরকে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.