ওমর ফারুক

নুর মোহাম্মদ রোকন ( উলিপুর) কুড়িগ্রামঃ

কুড়িগ্রামে উলিপুরে জাল টাকা দিয়ে মার্কেটিং করার সময় ঢাকা থেকে আসা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের ৩ সদস্যকে  ব্যবসায়ীরা হাতে-নাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আজ বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা সদরের দত্ত মার্কেটে এ ঘটনা ঘটে। প্রাথমিক জিজ্ঞাসা বাদে দেয়া তথ্য অনুযায়ী আটকৃতরা হচ্ছে, ইয়ামিন (২৫) পিতা মজিবর রহমান (মহাখালী) ঢাকা, সিফাত (২০) পিতা জাহাঙ্গীর (সাভার) ঢাকা ও আলম (২৬)পিতা আব্দুর রব (উত্তরা)ঢাকা। এটা তাদের আসল পরিচয় কিনা তা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে যথেষ্ট সন্দেহ রয়েছে। 

ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, ঐদিন আনুমানিক বিকেল চারটার দিকে ৫-৬ জনের একটি গ্রুপ ক্রেতা সেজে দত্ত মার্কেটের বিভিন্ন দোকানে পণ্য দরদাম করতে থাকে। প্রথমে তারা রাজলক্ষ্মী বস্ত্রালয়ে একটি পাঞ্জাবি দরদাম করে ৫’শ টাকায় ঠিক করে, পরে ১ হাজার টাকার জাল নোট দিয়ে পাঞ্জাবিসহ প্রতারকরা ৫’শ টাকা ফেরত নেয়। এরপর  পার্শ্ববর্তী মিলি ফ্যাশন শো-রুমে একটি ওড়না দরদাম করে ৭’শ টাকায় ঠিক করে সেখানেও ১ হাজার টাকার জাল নোট দিয়ে ওড়না সহ অবশিষ্ট ৩’শ টাকা ফেরত নেয়। একইভাবে প্রতারকরা মার্কেটের এক্সপোর্ট ওয়াল শো-রুমে কাপড়ের দরদাম ঠিক করে ২ হাজার টাকার দুইটি জাল নোট দিয়ে পণ্যসহ অবশিষ্ট টাকা ফেরত নিয়ে চম্পট দেন।

প্রতারক চক্র মার্কেট ত্যাগ করার কিছুক্ষণ পর মিলি ফ্যাশন শো-রুম এর সেলসম্যান বুঝতে পারেন তাকে এক হাজার টাকার জাল নোট দিয়ে কাপড় নিয়ে গেছে প্রতারক চক্র। তিনি তাৎক্ষণিক বিষয়টি  অন্যান্য দোকানিদের জানালে, তাদেরও ১ হাজার  টাকার জাল নোট দিয়েছে বলে নিশ্চিত হন। এরপর ৩ জন দোকানী মিলে সিসিটিভি’র ফুটেজ দেখে নিশ্চিত হন প্রতারকরা বাস স্ট্যান্ডের দিকে গেছে। এরপরই প্রতারকদের ধরতে উলিপুর নাইট কোচ স্ট্যান্ডের দিকে যান তিন ব্যবসায়ী।

সেখানে গিয়ে ৪ জনের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ব্যাগ সহ চারজনকে আটক করেন। এর মধ্যে একজন কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ৩ প্রতারককে দত্ত মার্কেটে নিয়ে আসলে উৎসুক জনতা ভিড় করতে থাকে। 

এ অবস্থায় দোকানীরা পুলিশকে খবর দিলে উলিপুর থানা পুলিশ আটক প্রতারকদের থানায় নিয়ে যান।