সম্পাদক
সামিন রহমান, আন্তর্জাতিক ডেস্ক:
আল-আখস নামের এক যুবককে গত বুধবার জেরিকো শহরের কাছে আকাবাত জাবের শরণার্থীশিবিরে এক অভিযানে ইসরায়েলি সেনারা গুলি করে হত্যা করেন। আল-আখস নামে ওই যুবকের বয়স তখন উনিশ বছর। আল-আখস সহ গত দুইদিনে ফিলিস্তানি বাহিনী ৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে।
এর আগে গত মঙ্গলবার পশ্চিম তীর ও অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তানি বাহিনী পশ্চিম তীরে জেনিন শরণার্থীশিবিরে তিনজন এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় অন্য একজন ফিলিস্তিনিকে হত্যা করেন । ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়জানাই যে বিভিন্ন ঘটনার সম্মুখে তারা ওই সমস্ত ফিলিস্তিনিদের হত্যা করেছে।

