ওমর ফারুক
মো. কামাল হোসেন, আন্দুলবাড়ীয়া চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা) প্রতিনিধি :
চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন এর ২ নাং ওয়ার্ড ছাত্র -সমাজের অংশগ্রহণ “শিশু-কিশোর দের নিয়ে এক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়।
নাঈমুর’স স্পেশাল ব্যাচের উদ্যোগে ২ নং ওয়ার্ড ছাত্রসমাজের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।
আন্দুলবাড়ীয়ার ২ নং ওয়ার্ড ছাত্রসমাজকে নিয়ে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।
ভয় নাই,খেলাধুলায় মিলবে জয় স্লোগান’কে ধারণ করে নাঈমুর’স স্পেশাল ব্যাচের আয়োজনে আন্দুলবাড়ীয়ার ২ নং ওয়ার্ড ছাত্র-সমাজের অংশগ্রহণে ” শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্ট ” আজ শুক্রবার সকাল ৮ ঘটিকায় মাষ্টারের আমবাগানে অনুষ্ঠিত। টুর্নামেন্টে আজকের ফাইনাল ম্যাচটিতে নীল দল হলুদ দলকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন নির্বাচিত হয়।
এসময় সেরা ফুটবলার নির্বাচিত হয় নীল দলের মির্জা সামির ও হলুদ দলের রাসেল। সেরা ক্যাপ্টেন নির্বাচিত হয় মোঃ হুসাইন।
পুরষ্কার বিতরণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়ার বিশিষ্ট ক্রিড়াবিদ মোঃ সবুজ রানা, নাঈমুর’স স্পেশাল ব্যাচের পরিচালক নাঈমুর রহমান খান, মাহামুদুল ইসলাম দিনার ও রাতুল হোসেন।

