
মোঃরিয়াজ মাহমুদ, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৮
শত-গ্রাম গাঁজাসহ সুলেমান নামের এক যুবকে আটক করে রাঙ্গাবালী থানা পুলিশ। সকালে ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া লঞ্চ ঘাট থেকে তাকে আটক করা হয়।
আটক-কৃত সুলেমান ছোটবাইশদিয়া ইউনিয়ন ফুলখালী গ্রামের রুহুল সিকদারের ছেলে।
রাঙ্গাবালী থানার ইনচার্জ নুরুল ইসলাম মজুমদার জানান,আসামিকে মাদক দ্রব্য নিয়ান্ত্রণ আইনে মামলা দিয়ে, আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.