ওমর ফারুক
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ফুলবাড়ীতে অংশগ্রহণমূলক অসহায়ত্ব বিশ্লেষণের ফাইন্ডিংস বিষয়ে অ্যাডভোকেসী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৫ সেপ্টেম্বর সকাল ১১ টায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার অফিসার্স ক্লাবে ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারী সার্জন ডা: মওদুদ হাসান এর সভাপতিত্বে ইয়ুথ লিড এনালাইসিস অন পিভিএ (লজ এন্ড ড্যামেজ) ফর এ্যাডাপ্টেশন এন্ড বিল্ডিং কমিউনিটি রেসিলিয়েন্স টু ক্লাইমেট শকস বিষয়ক স্থানীয় প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিনিধির সাথে অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অ্যাডভোকেসী সভায় উপস্থিত ছিলেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হান উদ্দিন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উম্মে কুলছুম,যুব উন্নয়নের সহকারী অফিসার আব্দুর রহমান, সুশীল সমাজের প্রতিনিধি সাংবাদিক মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর),ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আজগর আলী মাষ্টার , ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সচিব আবুল কাশেম, একশন এইড বাংলাদেশ এর ডেপুটি ম্যানেজার ইকবাল হোসেন, ডেপুটি ম্যানেজার ফিনান্স, জনাথন পরাগ হালদার, প্রোজেক্ট অফিসার একশনএইড বাংলাদেশ নিয়াজ ইসলাম আরিফ,উদয়াঙ্কুর সেবা সংস্থা ফুলবাড়ী উপজেলা শাখার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম।
অ্যাডভোকেসী সভায় উপজেলার ১০টি ইয়ুথ গ্রুপের ৪০ জন সদস্য উপস্থিত ছিলেন।
সভায় জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বিপদাপন্নতায় ক্ষতিগ্রস্থ সম্পদের চিত্র তুলে ধরা সহ জলবায়ু বিষয়ে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধিতে প্রশাসন ও জনপ্রতিনিধিবৃন্দের অধিকতর সুদৃষ্টি কামনায় এই অ্যাডভোকেসী সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। উক্ত অ্যাডভোকেসীতে ২০২৩ সালে বন্যায় ফুলবাড়ী উপজেলায় ক্ষয়-ক্ষতির পরিমাণ তুলে ধরা হয়।
একই সাথে জলবায়ু চেঞ্জের কারণে নিম্নের সমস্যাগুলো আরো প্রকট আকার ধারণ করছে। তারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে। লিঙ্গভিত্তিক সহিংসতা বৃদ্ধি পাচ্ছে, মেয়েশিশুদের বাল্যবিবাহ হয়ে যাচ্ছে, নারী নির্যাতন বৃদ্ধি পাচ্ছে, স্বাস্থ্যসেবা পাওয়া ব্যাহত হচ্ছে, বেকারত্ব বিশেষ করে যুব বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, মানুষের আয় কমে যাচ্ছে, দরিদ্র মানুষ আরো দরিদ্র হচ্ছে। এ বিষয়ে যুবরা প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে কিছু দাবি তুলে ধরেন।
দাবিগুলো হচ্ছে- জলবাযু সহনশীল স্থায়িত্বশীল কৃষি এর ব্যাপক প্রসার, গুণগত শিক্ষা নিশ্চিত করা,যুবদের উদ্যোক্তা তৈরীতে উদ্যোগ গ্রহণ করা, বেকারত্ব দূরীকরণে বিশেষ প্রণোদনা প্রদান করা, নদী ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণ করা, লিঙ্গভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ নির্মূল করা, নদী ড্রেজিং করা।
সভায় যুবদের কার্যক্রমে সকলেই প্রশংসা করেন এবং প্রত্যেক দপ্তরের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় কাজ করবেন বলে মতামত ব্যক্ত করেন।

