
আব্দুর রউফ আশরাফ, হবিগঞ্জ প্রতিনিধি:
বানিয়াচংয়ে জেন্ডার লেন্স ব্যবহার করে শিক্ষা বাজেট বিশ্লেষন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে সকাল ১১ ঘটিকায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
স্বাগত বক্তব্য রাখেন, এসেড হবিগঞ্জের ফাইনান্স এন্ড এডমিন অফিসার মোঃ আব্দুল মজিদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা হিসাব রক্ষণ অফিসার লিটন সুত্রধর, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সম্পদ কান্তি দাশ তালুকদার, সমবায় অফিসার ইকবাল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষন রায়, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদাল হোসাইন খান, বিএসডি আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুবাশ্বির আহমদ, এলআর সরকারী উচ্চ বিদ্য্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন, বিজিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকক বদরুল আলম, ড. ইলিয়াস একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমায়েত আলী খান, একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান চোকদার, মন্দরী এসই্এসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সজীব খান প্রমুখ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.