
জাবির আহম্মেদ, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
বিদ্যুত্ না থাকায় জামালপুরের ইসলামপুরে মোমবাতি জ্বালিয়ে এইচএসসি পরিক্ষা নেয়া হয়েছে।কেন্দ্রের বাইরে মুষলধারে বৃষ্টির কারণে চারিদিকে অন্ধকার হয়ে যায় এবং অনেক শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে সমাজকর্ম পরিক্ষায় অংশ নেন।
রবিবার(২৪ সেপ্টেম্বর) আড়াইটা থেকে বৃষ্টি শুরু হলে ওই এলাকায় কিছুক্ষণের জন্য বিদ্যুত্ সরবারহ বন্ধ করে দেওয়া হয়।দুপুর ২ টা থেকে পরিক্ষা শুরু হয়।
ইসলামপুর উপজেলা সূত্রে জানা গেছে, ইসলামপুর আঃ সামাদ পারভেজ মহিলা কলেজ কেন্দ্রে সরকারি ইসলামপুর কলেজের শিক্ষার্থীরা গত ১৭ আগস্ট থেকে পরিক্ষা দিচ্ছে।
সমাজকর্ম পরিক্ষায় আবহাওয়া খারাপ থাকায় বিপাকে পড়ে শিক্ষার্থীরা।সরকারি ইসলামপুর কলেজের পরিক্ষার্থী রাসেল রানা বলেন, অন্ধকারে মহিলা কলেজের শিক্ষকরা আমাদের মোমবাতির ব্যবস্থা করে দিয়েছে।পাবলিক পরিক্ষায় মোমবাতি দিয়ে দিয়েছি দারুণ একটা অভিজ্ঞতা।
সরকারি ইসলামপুর কলেজের পরিক্ষার্থী আসাদুল্লাহ মন্ডল,আয়ন ইসলাম আতিক,শাকিল আহমেদ সহ আরো কয়েকজন যৌথভাবে বলেন আমাদের আজকের পরিক্ষা সবচেয়ে খারাপ হয়েছে।ফুল এন্সার করতে পারিনি।অন্ধকারে কিছু দেখা যায় নাই।২০ মিনিট পরে স্যাররা মোমবাতি এনে দিয়েছে।অতিরিক্ত কোনো সময় দেয়নি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.