ওমর ফারুক

সামিন রহমান, আন্তর্জাতিক ডেস্ক:

সাইবেরিয়ার ওমস্ক পেনাল কলোনির আইকে–৬–এর একটি নির্জন ও ছোট্ট সেলে রুশ অধিকারকর্মী ও পুতিনবিরোধী হিসেবে পরিচিত ভ্লাদিমির কারা–মুরজাকে সম্পূর্ণ একা রাখা হয়েছে । এতদিন তাকে রাজধানীর মস্কোর একটি কারাগারে রাখা হয়েছিল ।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, গত সপ্তাহে তাঁর মক্কেলকে ওমস্কের কড়া নিরাপত্তার আইকে–৬ সেলে নেওয়া হয়েছে যা ৪২ বছর বয়সী কারা–মুরজার স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

কারা–মুরজার আইনজীবী ও পরিবারের সদস্যদের অভিযোগ কারাবন্দী জীবনে তিনি পলিনিউরোপ্যাথিতে ভুগছেন যা এক ধরনের স্নায়ুতন্ত্রের রোগ।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধী কারা-মুরজার বিরুদ্ধে রুশ সেনাবাহিনী ও ইউক্রেন যুদ্ধ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে গত এপ্রিল পুতিন তাকে ২৫ বছরের সাজা দিয়েছে যা ইতিহাসের এখন পর্যন্ত পুতিনের দেওয়া সর্বোচ্চ শাস্তি ।