
শাহ কামলা, আন্দুলবাড়ীয়া (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চুয়াডাঙ্গার আয়োজনে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড, বাংলাদেশ এর সহযোগিতায় অদ্য ২৫.০৯.২০২৩ খ্রি: সকাল ১০:৩০ ঘটিকায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়, রাহেলা খাতুন গার্লস একাডেমি, ঝিনুক মাধ্যমিক বিদ্যাপীঠ এবং আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের ১৬০(একশ ষাট) জন ছাত্রীর অংশগ্রহণে স্কুল বালিকাদের স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে জনাব সাবিনা ইয়াসমিন, কোষাধ্যক্ষ, পুনাক, চুয়াডাঙ্গার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফরিদা ইয়াসমিন, মিসেস পুলিশ সুপার ও সভানেত্রী, পুনাক, চুয়াডাঙ্গা।
উক্ত কর্মশালায় জনাব জাকিয়া সুলতানা, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), চুয়াডাঙ্গার সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা; আরও বক্তব্য রাখেন জনাব হুমায়রা আক্তার, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, চুয়াডাঙ্গা; সম্মানিত অতিথি জনাব মিজানুর রহমান, হেড অব হাইজেন প্রডাক্ট, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড; স্বাগত বক্তব্য রাখেন জনাব আব্দুল্লাহ আল-মামুন, সেলস ম্যানেজার, এসএমসি, কুষ্টিয়া।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.