
মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়ন এর ০৪ নং ওযার্ড এর দড়িপাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযুদ্ধা সমর রোজারিও ৩য় সন্তান সুমন পালমা(৪৪) আজ সকাল পাঁচ ঘটিকার সময় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নি: স্বাস ত্যাগ করেন।
সুমন পালমা কালীগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন,মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে রেখে মৃত্যু বরন করেছেন।
সুমন পালমার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের সভাপতি ও কালীগঞ্জে মাটি ও মানুষের প্রান প্রিয় নেত্রী মেহের আফরোজ চুমকি এমপি শোক প্রকাশ করেন।
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্তাত সভাপতি বীর মুক্তিযুদ্ধা আব্দুল মতিন সরকার, সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, কালীগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন ভান্ডারী,যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান ভুঁইয়া, কার্য নির্বাহী সদস্য মোঃ মুক্তাদির হোসেন গভীর শোক প্রকাশ করেন।
আজ বিকাল চার ঘটিকার সময় দড়িপাড়া মিশনে পার্থনা করে শেষ সমাধি করেন।
সুমন পালমার মৃত্যু সংবাদ শুনে জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন ভান্ডারী নেতৃত্বে উপজেলা শ্রমিক লীগের একটি প্রতিনিধি দল সুমন পালমা র বাড়িতে মেহের আফরোজ চুমকি আপার পক্ষ থেকে শোক সম্ভান্ত্র পরিবার কে সমবেদনা জানাতে ছুটে যান, সুমন পালমার পরিবারকে এই শোক কাটিয়ে ও ধর্য্য ধারন করার তৌফিক দান করুন আমিন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.