ওমর ফারুক
মো কামাল হোসেন, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জেলার জীবননগর উপজেলার উথলীতে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সুচয়ন বিশ্বাস (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২৬শে সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে উথলী-দর্শনাগামী রেললাইনের ৭২ নং পুলের নিকট এ ঘটনা ঘটে।
নিহত সুচয়ন বিশ্বাস উথলী গ্রামের ঘোড়ামারা রেলগেটপাড়ার রেজাউল হক ডাবলুর বড় ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সুচয়ন বিশ্বাস চাকরিসূত্রে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম এলাকায় থাকতেন।সেখানে তিনি দুর্ঘটনার শিকার হয়ে কিছুটা মানসিক সমস্যায় ছিলেন।
উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার জন্য কয়েকমাস পূর্বে তিনি বাড়িতে চলে আসেন।এজন্য তিনি পাসপোর্টও তৈরি করেছেন, ভিসা হাতে পেলেই তাঁর ভারতে যাওয়ার কথা ছিল।চিকিৎসা ব্যয়সহ পারিবারিক অন্যান্য কারণে তিনি বেশ দুঃশ্চিন্তাগ্রস্থ ছিলেন।
আজ মঙ্গলবার দুপুরে তিনি বাড়ি থেকে বের হয়ে যান।পরবর্তীতে খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ২৩ আপ রকেট মেইল এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন ।
খবর পেয়ে দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই জাহাঙ্গীর ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বলে জানা যায়।

