সম্পাদক

নিউজ ডেস্ক:

উত্তর ইরাকের নিনেভে প্রদেশে বিয়েবাড়িতে ভয়াবহ আগুনে পুড়ে মারা গেলেন ১১৩ জন। আহত ১৫০ জন।মসুলের কাছে আল-হামদানিয়া শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, উদ্ধারকারী দলের সদস্যরা পুড়ে যাওয়া বিয়েবাড়ির মধ্যে খোঁজ করে দেখছেন আর, কেউ বেঁচে আছেন কি না।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ওই দুর্ভাগ্যজনক ঘটনায় দুর্ঘটনাগ্রস্ত মানুষদের ত্রাণের জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

বিয়ের অনুষ্ঠানে বাজি পোড়ানো শুরু হওয়ার পর বিয়েবাড়িতে আগুন লাগে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।তারা বলেছেন, বিয়েবাড়িটা অত্যন্ত দাহ্য জিনিস দিয়ে বানানো ছিল। এই সব জিনিস দামে কম হলেও তার মান খুবই খারাপ। আগুন লাগার পর ছাদের অনেকটা অংশ নিচে পড়ে যায়।

ঘটনার পর প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে ত্রাণের কাজে ঝাঁপিয়ে পড়ার নির্দেশও দিয়েছেন। স্থানীয় গভর্নর জানিয়েছেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো পর্যন্ত মৃতের চূড়ান্ত সংখ্যা পাওয়া যায়নি। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।