
নিউজ ডেস্ক:
বুধবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় মার্কিন ভিসানীতির ফলে বিএনপির আন্দোলন আরও শক্তিশালী হয়েছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, সরকার দলীয় লোকজন বলছে, ভিসানীতির ফলে বিএনপি নাকি বিপদে আছে। আসলে বিএনপি কোনো বিপদে নেই বরং বিএনপির আন্দোলন আরও শক্তিশালী হয়েছে।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি বাংলাদেশের জন্য লজ্জার। এর জন্য এই সরকার দায়ী। এই সরকার দেশকে জিম্মি করে রেখেছে। তাদের কথাবার্তা শোনে মনে হয় এই দেশে শুধু তারাই থাকতে পারবে।
বিএনপি মহাসচিব বলেন, মঙ্গলবার এক ছেলের সাথে কথা হলো, সে বিসিএসে লিখিত পরীক্ষায় পাস করেছে। কিন্তু পরিবার বিএনপির সাথে সম্পৃক্ত থাকার কারণে তার চাকরি হয়নি। বিএনপির সঙ্গে ন্যূনতম সম্পর্ক থাকলে চাকরি বা প্রমোশন হয় না।
ফখরুল বলেন, হান্নান শাহ দেশ ও রাজনীতিকে ভালোবেসে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে রাজনীতিতে যোগ দিয়েছিলেন। তিনি একজন দক্ষ নেতা ছিলেন। সবসময় তার মতো নেতা পাওয়া যায় না।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.