
আব্দুল খালেক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব এ শ্লোগানে রৌমারীতে আন্র্Íজাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২৭ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ফটোসেসন র্যালি শেষে উপজেলা চত্বরে এক উম্মুক্ত আলোচনা অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রাণী সম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, রৌমারী থানা তদন্ত ওসি মুশাহদে হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মিনহাজ উদ্দিন, দাঁতভাঙ্গা ইউপি চেয়ারম্যান একেএম রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন, পল্লি উন্নয়ন, সমবায়, মাধ্যমিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি ও সাংবাদিকবৃন্দ।
সভায় সাংবাদিক এসএম সাদেক হোসেন, সুজাউল ইসলাম সুজা সভাপতি রৌমারী প্রেসক্লাব, শওকত আলী মন্ডল সাধারণ সম্পাদক উপজেলা প্রেসক্লাব বক্তব্যে বলেন, তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব এবং আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ব্যানারে ও কাগজ কলমে আছে, বাস্তবে তা নাই। আমরা দপ্তর গুলিতে তথ্য চাইতে গেলে তথ্য সঠিক ভাবে দেয়া হয় না।
তথ্য অধিকার আইনে ফরম ’ক’ তথ্য প্রাপ্তির আবেদনপত্র দেয়া হয়েছে। এতেও বিভিন্ন ভাবে অজুহাত দেখিয়ে কালক্ষেপন করেন। অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসারের নিকটও কাবিখা / কাবিটা ও টিআর প্রকল্পের তালিকা চেয়েও পাওয়া যায়নি।
সরকারের নির্দেশনা তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব রেখে তথ্য অধিকার আইন সঠিক রাখার আহ্বান জানান।উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান বলেন, সরকারের নিদের্শ তথ্য অধিকার আইন দিয়েছে। কিছু কিছু তথ্য দেয়া যাবে না। তবে তথ্য দেয়ার মত তথ্য দিতে সমস্যা হবে না।
তবে কিছু কিছু কাজের সমস্যার কারনে তথ্য দিতে হয়তো দেরি হয়। তবে চেষ্টা করবো তথ্য দেয়ার মতো তথ্য গুলি সঠিক সময়ে দেয়ার।
তবে তথ্য নেয়ার পর বিভ্রান্তি মূলক সংবাদ প্রকাশ করলে তাতে সরকারের ভাব মুর্তি ক্ষুন্ন হবে এ কাজ করা যাবে না সাংবদিকদের।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.